রায়হান শরীফ সাব্বির, ঢাকা || বাংলাদেশ রেল ঈদ উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী। তিনি বলেন,এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে দুপুর থেকে। ২৪ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট,২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট,২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট,২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট,২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট,৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।
রেলের মহাপরিচালক জানিয়েছেন, এবার প্রতিদিন আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নন-এসি কামরায় মোট আসনের এক–চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে।
এ সময় রেলমন্ত্রী বলেন,এবার ঈদে টিকিট কালোবাজারি বন্ধ করা এবং যাত্রীদের নিরাপদে যাতায়াত নিশ্চত করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।