পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেফতার করেছে।গত বৃহস্পতিবার (১৫ মার্চ-২৪) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। এ ঘটনায় ওই ৪ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক-পৃথক দুটি মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) বিদূষ বিশ্বাস, এএসআই রতন কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গড়ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে মনিরামপুর থানার আগরহাটি গ্রামের আসাদুজ্জামান মিঠু (৩৬) ও একই গ্রামের আনোয়ার হোসেন (৩৪) কে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৮।
একই অভিযানে ভালুকঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাতবাড়িয়া মাঠের মধ্যে থেকে সাতবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম (৬০) ও জাহানপুর গ্রামের মতিয়ার রহমান (৫৫) কে ১০২ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৯।
অপরদিকে এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ডিউটিতে থাকাকালীন সময়ে অধিক রাতে পৌর শহরে ঘোরাফেরায় সন্দেহজনক হওয়ায় দোরমুটিয়া গ্রামের আয়ূব আলী (৫২) ও সাতবাড়িয়া গ্রামের মনির খান (২৮) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ রায় বলেন,থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক-পৃথক মামলা রয়েছে। এছাড়াও সন্দিগ্ধ আরো ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।