রায়হান শরীফ সাব্বির,ঢাকা || শিশু-কিশোর অধিকার আদায়ের অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন দুরন্ত শৈশবের গেট টুগেদার ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়।
গতকাল ১৫ ই মার্চ’২৪ দুরন্ত শৈশবের গেট-টুগেদার ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়। ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে। কেন্দ্রীয় সভাপতি নাসির আহমেদ ফয়সালের সভাপতিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর সিনিয়র কাউন্সিলর জনাব হাসান মুর্তাজা। দুরন্ত শৈশবের কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরন্ত শৈশবের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের এলামনাই জনাব হামিদুর রহমান, দুরন্ত শৈশবের উপদেষ্টা কামাল উদ্দিন,উপদেষ্টা ও খুলনার খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সুমন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার জিএম শরীফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি অ্যালামনাই এর সম্পাদক সাইদুল ইসলাম হাসান, বিশিষ্ট পলিমার ব্যবসায়ী জনাব মাহবুব বিন আতাহার।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন চৌধুরী,আবরারুল হক,ফখরুল ইসলাম চৌধুরী ও আবদুর রহমান। সারা দেশ থেকে বিভিন্ন জেলার ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।