মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা দেবিতলা উত্তর পূর্ব পাড়া শ্যামা মন্দির চত্বরে গীতা ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠান সংঞ্চালনা করেন ৭১ এর স্বরনার্থী সংগঠক অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শহীদ পরিবার এর সন্তান প্রকাশ চন্দ্র রায় ও সঞ্চয় রায়,শ্রী প্রান কৃস্নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা জলমা ইউনিয়ন এর কৃতি সন্তান সমাজ সেবকপ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এডভোকেট প্রশেন জিৎ জিত দত্ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিলটন মল্লিক,সঞ্চজয় রায়,বৃহস্পতি মন্ডল,আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বটিয়াঘাটা শিল্প কলা একাডেমির শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রী বৃন্দ,এবং বটিয়াঘাটা উপজেলার সকল ইউনিয়নের সাংস্কৃতি মনা ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন,স্থানীয় গ্রামের শিশু শিল্পী এবং দেবীতলা,ছয়ঘরিয়া,দারগার ভিটা,পারশলুয়া,হেতালবুনিয়া দৃস্টি নন্দন নৃত্য পরিবেশ করাহয়,
স্বাধীনতা যুদ্ধ,৭ই মার্চের ভাষন,কবিতা,ছড়া,দেশত্ব বোধক গান,আঞ্চলিক গান,বসন্তের গান ও নাচের সাথে সাথে মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি সন্মান করাহয় হয়।সাহিত্যিক অধ্যাপক মিলি বসাক,স্বামী অধ্যাপক সন্জয় জোদ্দার কিশমত ফুলতলা। তাঁর লেখা বই প্রত্যেক এলাকার দলপতিকে উপহার দেয়া হয়।আগামী ২৬ শে মার্চ ফুল তলা মটে স্বাধীনতা দিবস পালন করা হবে।সবাই কে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করাহয়
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।