অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলায় দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে ছোটো ভাইয়ের মারধরে বড় ভাই ও ভাবি গুরুতর আহত ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।এ ঘটনাটি ঘটেছে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ফেলুর খন্ড গ্রামে ১নং ওয়ার্ডে।
শুক্রবার(১৫’ই মার্চ) দুপুরে বড় ভাই মোশারেফ হাওলাদারের নিজ ও পৈত্রিক সম্পত্তি জোর করে দখলে নেয়ার চেস্টা করে ছোট ভাই হুমায়ন হাওলাদার। এ সময় ভাবি লায়লা বেগম তার স্বামীকে উদ্ধার করতে এলে তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। এবং তাদের ডাক চিৎকারের পরবর্তীতে স্থানীয় লোকজন ও পুলিশ এলে হুমায়ুন হাওলাদার পালিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয়রা জানান,গুরুতর আহত মোশারেফ হাওলাদার ও তার ছোট ভাই হুমায়ুন হাওলাদারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই মোশারেফ হাওলাদার ও তার স্ত্রী লায়লা বেগমকে লাঠিসোঁটা ও রড দিয়ে হুমায়ুন হাওলাদার মারধর করে এতে তারা মারাত্মক বা গুরুতর আহত হন।
এবিষয়ে স্থানীয়রা আরও জানান,আহত স্বামী,স্ত্রীকে উদ্ধার করে প্রথমে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এবং সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে,এম আজিজুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।