মোঃ রুবেল শেখ,দিঘলিয়া প্রতিনিধি || শিপুল দাশ,দিঘলিয়া সেনহাটি ঐতিহ্যোবাহী শিববাড়ী কেন্দ্রীয় মন্দির একটি প্রাচীন তম সনাতনিদের ধর্মীয় প্রতিষ্ঠান।
জানা যায় এই সেনহাটিতে জন্মগ্রহণ করেন সনাতন ধর্মের অনেক ঙ্গানিগুনি ব্যাক্তি,তখন থেকেই এই মন্দিরটি দিঘলিয়ার সকল সনাতনিদের কাছে একটি জাগ্রত মন্দির হয়ে ওঠে।
আরো জানা যায়,শতবর্ষি এই মন্দির ১৯৭১সালের পরে এর জৌলুস হারাতে শুরু করে,কিন্তু বর্তমান কমিটি,সভাপতি বাবু রমেশ ও সাধারণ সম্পাদক বাবু শিপুল দাশ এই মন্দিরের দায়িত্ব নেয়ার পর আবার যেন সেনহাটি শিববাড়ী কেন্দ্রীয় মন্দিরের হারানো জৌলুষ ফিরে পেতে চাইছে।
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবু শিপুল দাশ বলেন,প্রাচীনতম ঐতিহ্যবাহি শিববাড়ী মন্দির এক সময় অবহেলা এবং অরখিত হয়ে পড়ে,এরই মধ্যে সবার সম্মতিতে এই মন্দিরের কমিটির দায়িত্ব দেওয়া হয় আমাদের উপর, সেই থেকে সভাপতি বাবু রমেস,সাধারণ সম্পাদক বাবু শিপুল দাশ সহ কমিটির সকলের ঐক্লান্তিক প্রচেষ্টায়,সেনহাটি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের সহযোগিতায়,খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আব্দুস সালাম মূর্শেদী (এম পি)মহোদয়ের হস্তক্ষেপে ৬০ শতক জমির উপর নির্মিত মন্দিরের চার পাশে প্রচীর নির্মান,পূরানো মন্দির সংস্কার,নতুন দুর্গা মন্দির নির্মান,মন্দিরের প্রধান ফটকে গেট নির্মান,সহ অনেক উন্নয়ন হয়েছে,তিনি বলেন কিছু মানুষ আছে যারা শুধু বিরোধিতার সার্থে বিরোধিতা করে উন্নয়নের ধারাকে থমকে দিতে চায়।আমরা যদি জাতির সার্থে বিরোধিতা ভুলে সবাই এক হয়ে যদি উন্নয়ন চাই,তাহলে সেনহাটি ভাষান ঘাট,সেনহাটি মহাশ্বষান,সহ সেনহাটি শিববাড়ী কেন্দ্রীয় মন্দিরের হারানো জৌলুষ ফিরে পেতে পারি,ধরে রাখতে পারি প্রাচীনতম এই ঐতিহ্যকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।