অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোরেলগঞ্জে আগুনে ৩ দোকান পুড়ে ভষ্মিভূত।
রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রেণিখালী গ্রামের মুন্সিরহাটে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে ৩ দোকান পুড়ে যায়। তবে,বাজারটির শতাধিক দোকান রক্ষা করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ আগুনে মোঃ নাসির খানের হার্ডওয়ারের দোকান, মিন্টু খানের সাইকেল গ্যারেজ ও কাজল খানের চায়ের দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন,এ আগুনে তাদের কমপক্ষে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক জানা গেছে। তবে আগুনে কোনো বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।