গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন যাত্রী। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (২০ মার্চ)সকাল সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা ও মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান,সকালে বরিশাল থেকে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের বাসটি মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া ড়োমরাকান্দি নামক এলাকায় এলে ঢাকা থেকে টেকেরহাট গামী একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে মাইক্রোবাসে থাকা চালক ও নারীসহ পাঁচজন নিহত হন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।এদিকে, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করেছেন মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।