মোঃ ইমরান,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটার গাওঘরা এলাকার নিহত আমিনূরের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। গতকাল শুক্রবার তিনি নিহত আমিনূরের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের পাশে দাড়ান। হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন।এসময় তিনি আমিনূরের পরিবারকে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।
এমপি সকলের উদ্দেশ্যে বলেন, এলাকা মাদক ও সন্ত্রাস মুক্ত করতে যা যা করা দরকার সে বিষয়ে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন কুমার সরকার, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন শিমু, সুরখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, বিশিষ্ট ব্যবসায়ী মুন্নাফ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বিএম মাসুদ রানা, এস এম ফরিদ রানা,বুলবুল হোসেন বিপ্লব সহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।