মোংলা প্রতিনিধি || ৪১৩ টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে সিঙ্গাপুর থেকে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়া পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়া ষ্টার। আজ দুপুর ২ টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। জাহাজ থেকে গাড়িগুলো আজ দুপুর থেকে খালাস কাজ শুরু হয়েছে বলে জানান জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।
জাহাজটির শিপিং এজেন্ট এন শি এ্যান্ট এর অপারেশন ম্যানাজার মাহবুব আলম হিরো জানান,আজ (২৩ মার্চ) শনিবার ৪১৩ টি গাড়ি নিয়ে সিঙ্গাপুর থেকে ছেড়ে মোংলায় এসেছে এম ভি মালয়েশিয়া ষ্টার। গাড়িগুলো দুপুর থেকেই জাহাজ থেকে খালাস শুরু করা হয়েছে।জাহাজ থেকে খালাস করে গাড়ীগুলো বন্দর জেটির শেডে রাখা হবে। আমদানি কৃত গাড়ীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরেনের গাড়ী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।