বেনাপোল প্রতিনিধি || শার্শায়(১৪)বছরের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে এক লম্পট।ধর্ষক মেহেদী হাসান (১৯)কে ২১শে মার্চ রাতে যশোরের শার্শা উপজেলার কাশিপুর বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।আটক ধর্ষক মেহেদী হাসান উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর দক্ষিণ পাড়াগ্রামের বিপ্লব গাজীর ছেলে।
পুলিশ জানায়,ধর্ষক মেহেদী হাসান তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।সম্পর্কের জের ধরে গত ১৯শে মার্চ রাতে তরুণীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করলে তার চিৎকারে বাড়িতে থাকা তার নানী আনোয়ারা বেগম ছুটে এসে নাতনীকে উদ্ধার করে এবং ধর্ষক মেহেদী হাসান সু কৌশলে পালিয়ে যান।পরের দিন ধর্ষিতার নানীসহ তার পরিবার স্ব শরীরের থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন।
তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে।
এ ব্যাপারে শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল শুক্রবার আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।