মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || শার্শায় মাদকাসক্ত ছেলের ছোড়া ইটের আঘাতে বৃদ্ধ পিতা নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার নাভারনের কাজিরবেড় গ্রামে।নিহত ব্যক্তি ঐ গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে মহিউদ্দিন সরদার (৬৫)।গতকাল ২৪শে মার্চ রবিবার রাতে তিনি মৃত্যু বরন করেন।
নিহত ব্যক্তির বড় ছেলে জাহিদ জানান,গত ১৭ই মার্চ রবিবার আমার ছোট ভাই জনি বাবার কাছে নেশার টাকা চায়।বাবা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি বাবার মাথায় ইট ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে বাড়িতে আনা হলে গতকাল রবিবার রাতে তিনি ইন্তেকাল করেন।
এ ব্যপারে শার্শা থানা তদন্ত অফিসার মিলন কুমার মন্ডল জানান,খবর পেয়ে ঘটনাস্থল এসে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার নেশাগ্রস্ত ছেলে জনিকে গ্রেফতার করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।