মোংলা প্রতিনিধি || মোংলায় তুচ্ছ ঘটনায় চিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম হাওলাদার (৫৫) ও তার ছেলে সোহাগ হাওলাদারকে (৩৬) কুপিয়ে জখম করেছেন সুন্দরবনের আত্মসমর্পণ করা সাবেক বনদস্যু বেল্লাল সরদার।সোমবার(২৫মার্চ) রাতে চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাদের। পরে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনেরা। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে আহত সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদারের ভাই আলম হাওলাদার জানান। তিনি বলেন, হাসপাতালে ভর্তি সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদারের শ্যালক হাফিজ হাওলাদারকে দেখতে তার ছেলে সোহাগ হাওলাদারের মটর সাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় অবস্থান করা সুন্দরবনের আত্মসমর্পণ করা সাবেক বনদস্যু বেল্লাল সরদারের গায়ে রাস্তার ধূলো গায়ে লাগে এমন অভিযোগে তুলে মটর সাইকেল থামিয়ে সোহাগ হাওলাদারকে মারধর করতে থাকেন। এ সময় ছেলেকে ঠেকাতে গেলে তাকে ও ছেলেকে বেল্লাল সরদার মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে স্বজনেরা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
জানতে চাইলে অভিযুক্ত বেল্লাল সরদারকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।