শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি || পাইকগাছায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে উপলক্ষে কপিলমুনি বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে শোক র্যালি শেষে উপজেলার কপিলমুনির বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস টির তাৎপর্য তুলে ধরে সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিস মোমতাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।সম্মানিত আলোচক ছিলেন, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ ওবাইদুর রহমান।সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন,বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী,আঃ রহমান মিস্ত্রী,কাজী তোকারেম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ,শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,ডিজিএম ছিদ্দিকুর রহমান,বন কর্মকর্তা প্রেমানন্দ রায়,পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য,খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ,ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন,সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির,বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়াদ্দার,অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার,উপধ্যক্ষ ত্রিদিব মন্ডল,রহিমা আখতার শম্পা,অবঃ অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার,সুরাইয়া বানু ডলি,প্রভাষক মোমিন উদ্দীন,সিনিয়র সহকারী শিক্ষক আঃ ওহাব ও পঞ্চানন সরকার, সঞ্জয় কুমার মন্ডল,মোজাফফর হোসেন।এছাড়া বীরমুক্তিযোদ্ধা বিভিন্ন দপ্তর,সাংবাদিক,কিশোর-কিশোরী ক্লাব,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আলোচনা সভায় রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত “প্রতীকী ব্লাক আউট” সময়সূচি ঘোষণা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।