মোংলা প্রতিনিধি || বিশ্বের বৃহত্তম বন সুন্দরবনের অন্যতম আকর্ষণ হরিণ।সুন্দরবনের বিভিন্ন এলাকায় দল বেঁধে হরিণের চলাফেরার এখন হরহামেশাই চোখে পড়ে। সুন্দরবন সংশিষ্টরা বলছেন সামম্প্রতিক সময়ে হরিণের সংখ্যা আগের চেয়ে কয়েকগুন বেড়ে গেছে। কয়েক বছরে এমন পরিবর্তন এসেছে বলে জানায় বন বিভাগ।
সুন্দরবনে হরিণের সংখ্যা নির্ধারণে ২০১৮ সালের পর আর জরিপ হয়নি।২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ও ইন্টারন্যাশনাল ইউনিয়নের সার্বিক সহযোগিতায় সুন্দরবনে হরিন সহ ৫টি প্রানীর উপর জরিফ চালানো হয় । ওই জরিপ অনুযায়ী, সুন্দরবনে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার হরিণ রয়েছে।
এর আগে ২০০৪ সালে হরিনের সংখ্যা ছিলো মাত্র ৮৩ হাজার ।বর্তমানে হরিনের সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।বিশেষ করে সুন্দরবনের কটকা,কচিখালী,দুবলা ও হারবাড়িয়া এলাকায় হরিনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বেশি।
তবে এর কারন হিসেবে বন কর্মকর্তা বলছেন সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার কারনে আজ বনে হরিন খুব বেশি।এদিকে বন কর্মকর্তরা জানান,বন বিভাগের নিয়মিত টহলের কারনে সুন্দরবনে হরিন শিকার কমে গেছে।এছাড়া সুন্দরবনে অভয়ারন্য বেড়ে যাওয়ার কারনে হরিনের প্রজনন বৃদ্ধি পেয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।