সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়ার খর্নিয়া আঙ্গারদহ নামক স্থানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩৫) আহত হয়েছে।আজ রোববার ৩১শে মার্চ দুপুরে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে, নিহত খলিলুর রহমান সাতক্ষীরার ভালুকাচাঁদপুর গ্রামের মৃত জহির সর্দারের ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, দুপুর ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলে একটি ট্রাক পেছন থেকে চাপা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, আহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদ উদ্দীন জানায়, ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।