বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের কচুয়ায় ১০ টাকায় ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দিয়েছে ‘চলো পাল্টাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতির মধ্যে নাম মাত্র মূল্যে ঈদ সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা।
শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার, ব্যবসায়ী বদিউজ্জামান খোকন, রাজু আহমেদ, শাওন পারভেজ উপস্থিত ছিলেন।
প্রতি প্যাকেট ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্ছা সেমাই, তেল, গুড়া দুধ, চিনি, পোলাউ চাউল, পেঁয়াজ, নুডুলস। ঈদের আগ মুহূর্তে নামমাত্র মূল্যে ঈদ সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা। এদিন ২০৫টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
চলো পাল্টাই সংগঠনের উদ্যোক্তা সরদার এনামুল হক শিমুল বলেন, দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতির কথা ভেবে এলাকার কয়েক বন্ধু মিলে স্থানীয় হতদরিদ্রদের জন্য কিছু করার পরিকল্পনা করি। সেই পরিকল্পনা থেকেই নিজস্ব ও স্থানীয় বিত্যবানদের অর্থায়নে চলো পাল্টাই নামের সংগঠন তৈরি করি।সেই সংগঠনের থেকেই এই উদ্যোগ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।