মোংলা প্রতিনিধি || মোংলা পশুর নদীর ত্রিমোহনায় সাফিয়া নামক একটি বাল্কহেড প্রায় ৬ হাজার বস্তা চাল নিয়ে ডুবে যায়।
আজ রোববার (১ এপ্রিল) মোংলায় পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় মোহনায় বাল্কহেডটি পৌঁছালে এমভি শাহজাদা-০৬ নামের অপর একটি কার্গো জাহাজ বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে চালভর্তি বাল্কহেডটি ডুবে যায়। এ ঘটনায় এমভি শাহজাদা-০৬ কার্গো জাহাজটি সন্ধ্যায় আটক করেছেন নৌ-পুলিশ।
মোংলা নৌ-পুলিশের ইনচার্জ এসআই সৈয়দ ফকরুল ইসলাম জানান, রবিবার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তা চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি সাফিয়া। দুপুরের পর এটি মোংলা পশুর নদী ও মোংলা নদীর মোহনায় পৌঁছালে পেছন থেকে আসা এমভি শাহাজাদা-০৬ নামের অপর একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড। তবে এ সময় বাল্কহেডে থাকা ৫ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কূলে উঠে আসেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।