পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) ট্রাক টার্মিনালে সমিতির প্রধান কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে ওই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কমিটির নেতৃবৃন্দরা পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু সুকেশ অধিকারী। সভাপতির মৃত্যুবরণ ও সাধারণ সম্পাদক চিকিৎসার জন্য ইন্ডিয়াতে থাকায় কমিটির কার্যক্রম স্থবির হয়ে যায়।যে কারণে উপস্থিত মালিকরা নতুন কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করেন। কমিটি গঠন অনুষ্ঠানে তালিকভূক্ত ৪৬ জন মালিকের মধ্যে ৩৯ জন মালিক উপস্থিত হয়ে নতুন কমিটি গঠনের পক্ষে মতামত প্রদান করেন। উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে খন্দকার শরিফুল ইসলামকে আহবায়ক এবং আলমগীর হোসেনকে যুগ্ম আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন,আসাদুজ্জামান,নরেন্দ দেবনাথ,রমেশ চন্দ্র পাল,আবু বক্কর সিদ্দিক,নুরুল হুদা,গৌতম সেন, রফিকুল ইসলাম, সুকেশ অধিকারী, জাহাঙ্গীর হোসেন, আবুল বাশার ও নাজমা খাতুন।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সমিতির কার্যালয়ে নবগঠিত কমিটির আহবায়ক খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পল্লী বিদ্যুৎ সমিতি কেশবপুর অঞ্চলের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, মালিক সমিতির সদস্য গনেষ কুমার পাল, বিল্লাল হোসেন, রবিউল ইসলাম, মোহাম্মদ হুদা, রফিকুল ইসলাম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলমগীর হোসেন, অরুপ কুমার দাস, আবুল বাশার প্রমুখ। আহবায়ক খন্দকার শরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।