পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে ‘‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিবাদ্য নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে থানা পুলিশের আয়োজনে উপজেলার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে থানা কম্পাউন্ডে ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) কাজী দাউদ হোসেন।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার বক্তব্যের শুরুতেই এলাকার সর্বসাধারণের কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানি করছে কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের ও কিশোর গ্যাংয়ের উৎপাত আছে কিনা, এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে উপস্থিত সর্বসাধারণের সাথে মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মতামত এবং তাদের সমস্যার কথা তুলে ধরলে সহকারী পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।