ঝিনাইদহ প্রতিনিধি|| ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মুসা (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আচ শনিবার (২০ এপ্রিল) ভোরে কালীগঞ্জ উপজেলার আজমতনগর গ্রামের বাসিন্দা রিপন হোসেনের বাড়িতে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ ও মোটর চুরির কাজে ব্যবহৃত হেক্সাব্লেড ও প্লাস উদ্ধার করে। মৃত ব্যক্তির বাড়ি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশরবা গ্রামে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রামের বাবলুর রহমানের ছেলে।
গৃহকর্তা রিপন হোসেন জানান, মৃত ওই ব্যক্তিসহ আরও তিনজন শুক্রবার বিকেলে আমাদের বাড়িতে আসেন। তারা পানি খেতে চান। এরপর তারা টিউবওয়েল চেপে হাতেমুখে পানি দেন। বাড়িতে থাকা চেয়ারে বসে পানিও পান করেন। আমরা প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালে আমাদের মেয়ে টিউবওয়েলে ওজু করতে গিয়ে দেখে মোটরের পাশে মরদেহ পড়ে আছে।পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও মোটর চুরির কাজে ব্যবহৃত হেক্সাব্লেড ও প্লাস উদ্ধার করা হয়। একটি কাটা বিদ্যুতের তার হাতের মধ্যে ধরা ছিল। ধারণা করা হচ্ছে প্লাস দিয়ে তার কাটার পর বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।