শ্যামনগর প্রতিনিধি || সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ মারাত্বকভাবে আহত হয়েছেন। মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবু নামের এক যুবককে আটক করেছে।আটক বাবু (৩৩) কাপালী পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের আব্দুল হান্নান কাপালীর ছেলে।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এসএম নুরুজ্জামান টুটুল জানান,শুক্রবার রাত নয়টার দিকে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে যুবলীগ নেতা শরিফুর ইসলামের বাড়িতে যাচ্ছিলেন এমপিসহ তার পরিবার। পথিমধ্যে গোডাউন মোড় এলাকা অতিক্রমকালে সংসদ সদস্যের গাড়ি লক্ষ্য করে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা দু’তিনজন ইট ছুড়ে মারে। এ সময় বাম পাশের কাচ ভেদ করে বড় একটি ইট মাঝের আসনে বসা মারুফ হোসেনের বুকে আঘাত করে।
শুরুতে সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন গাড়িতে ছিলেন। তবে পথিমধ্যে ওষুধ নেওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি থেকে নেমে তিনি মোটর সাইকেলযোগে নকিপুর বাজারের দিকে রওনা হন।
সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন বলেন, প্রয়োজনীয় ওষুধ নেওয়ার জন্য মোটর সাইকেলযোগে নকিপুর বাজারের দিকে যাই। এ সময় ব্যক্তিগত সহকারীসহ আহত মৎস্যজীবী লীগ নেতাকে আমার গাড়ি নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে বলেছিলাম। পথিমধ্যে তারা দুর্বৃত্তদের হামলার শিকার হন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত বাবু নামের এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে হামলার উদ্দেশ্যসহ সহযোগীদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।