শ্যামনগর প্রতিনিধি || পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমনে এক মৌয়াল নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বাঘের আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে সুন্দরবনের কলাগাছিয়ার নোটাবেকী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মৌয়ালের নাম মনিরুজ্জামান বাচ্চু। তাঁর বাড়ি গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া এলাকায়। তিনি সহকর্মীদের সঙ্গে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বলেন, মরদেহ উদ্ধার করতে বনকর্মীদের নিয়ে নিহতের সহকর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।