নিজস্ব প্রতিবেদক || রাঙ্গুনিয়ার মাদ্রাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া চন্দ্রঘোনার সাবেক ছাত্র পর্ষদের আয়োজনে ২০ এপ্রিল (শনিবার) ২০২৪ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমন মাদ্রাসা প্রাঙ্গন হতে শুরু হয়ে কাপ্তাই প্রশান্তি পার্ক হয়ে আবার মাদ্রাসায় এসে শেষ হয়।
যাত্রার প্রাক্কালে সকাল ১০ টায় সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আল কাদেরী বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন, খানকায় মিলাদ কিয়াম ও মরহুম ওস্তাজগনের মাগফেরাতের জন্য দোয়া করা হয়, মুনাজাত পরিচালনা করেন তৈয়বিয়া মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী।
নাত হামদের পাশাপাশি সবাই স্মৃতিচারন করেন, এ সময় সবাই পুরনো স্মৃতি রোমন্থন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন, ফিরে যান সেই শৈশব ও কৈশোর জীবনে। গল্পের ফাঁকে চলে সকালের নাস্তার পর্ব।
জোহরের নামাজ আদায় করে দুপুরের খাওয়া শেষ করে সাংগঠনিক বিষয়ে বিভিন্ন আলাপ আলোচনা করা হয়।
গল্প আড্ডা আনন্দ শেষে আবার ফিরে আসা হয় যার যার গন্তব্যে।
আনন্দ ভ্রমনে ছিলেন মাওলানা আজিজুল হক আল কাদেরী, মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, এসএম মোক্তারুল আলম টিপু, মাওলানা কাজী আবদুল কুদ্দুস, আহমদ শাহ আলমগীর, মাওলানা কামাল হোসাইন, মাওলানা সালাহ উদ্দিন নেজামী, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা কাজী মামুনুল ইসলাম, মুহাম্মদ আবদুল কাইয়ুম, জাহেদুল ইসলাম আবু, মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা ইসমাইল হোসাইন, জাহাঙ্গীর আলম, এইচএম শহিদুল্লাহ, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা হাফেজ তারেক, হাফেজ মামুন, জাহাঙ্গীর মেম্বার সহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।