বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের কচুয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস একটি দোকানে ধাক্কা দিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।আহত পরিবহন চালক সাগর (৩৫) গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস( ঢাকা মেট্রো- ব- ১৫-৯০৪৬.) বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে আঘাত করে খাদে পড়ে যায়। স্থানীয়রা বাস যাত্রী মোঃ রাকিব মল্লিক ও চালক মোঃ সাগরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাস যাত্রী রাকিবকে মৃত ঘোষণা করেন এবং বাস চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।