জহিরুল ইসলাম রাতুল|| তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশার সম্রাটের উদ্যোগে বুধবার রুপসা উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ ও তেরখাদা উপজেলার নর্থ খুলনা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ওষুধি, বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন খুলনা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ রনি ও আলআমিন এহসান ইমু,ছাত্রনেতা ইসমাইল মৃধা ইমন,সাবিদুল ইসলাম,মো আজবার রহমান রাজ,দীপ খান ও রকিবুল ইসলাম রাহাত।
রূপসার কর্মসুচিতে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনোজ কান্তি মন্ডল,বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্মা আহ্বায়ক মিরাজুল ইসলাম,ছাত্রনেতা নিলয় ইসলাম সোহাগ,আলমগীর হোসেন রাজ এবং তেরখাদার কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হুসাইন আহমেদ,সহসভাপতি রাজু শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকিব,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অনিক,রাবু আহমেদ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।