পরেশ দেবনাথ,কেশবপুর|| আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২০২৪) যশোরের কেশবপুরে চেয়ারম্যান পদে ৭জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ১৪জন প্রার্থীকে তাদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী ১।কাজী মুজাহিদুল ইসলাম পান্না হেলিকপ্টার, ২। মোঃ মফিজুর রহমান মফিজ ঘোড়া, ৩। আব্দুল্লাহ নূর আল আহসান দোয়াত কলম, ৪। ইমদাদুল হক রিপন আনারস, ৫। নাসিমা সাদেক চম্পা শালিক ৬। ওবায়দুর রহমান জোড়া ফুল ও ৭। মাহবুবুর রহমান উজ্জ্বল মোটর সাইকেল প্রতিক পেয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১। পলাশ কুমার মল্লিক উড়োজাহাজ, ২। আব্দুল লতিফ রানা মাইক, ৩। আব্দুল্লাহ আল মামুন তালা, ৪।সুমন সাহা চশমা ও ৫। মনিরুল ইসলাম টিউওবয়েল প্রতিক পেয়েছেন।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১। রাবেয়া ইকবাল ফুটবল এবং ২। মনিরা খানমকে কলস প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিক পেয়েই অনেকে প্রচার প্রচারনা শুরু করেছেন। মঙ্গলবার প্রচারনার প্রথমদিনে তারা উপজেলা সদরে দোকানে দোকানে গিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। আগামী ৮ মে (বুধবার) যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনলাইন তথ্যসূত্রে,যশোর-৬(কেশবপুর)আসনে ৮১টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ২৪৩টি। মহিলা কক্ষ ২৬৫টি। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৯১৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১০জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।