মোশাররফ হোসেন মনির,শরণখোলা প্রতিনিধি ||
প্রচন্ড তাপপ্রবাহ চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় লাদেন মোড় সংলগ্ন মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে মঠেরপাড় মাঠে ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সলাতুল ইসতিসকার আদায় করার জন্য মড়েরপাড় লাদেন মোড় সংলগ্ন মাঠে নানা বয়সী শত-শত মুসল্লি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরদারসহ সাংবাদিক,ব্যবসায়ী,বিভিন্ন মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী এবং কলেজের ছাত্ররা নামাজে অংশগ্রহণ করেন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে সাধারণ মানুষেরা নামাজে বসেন। ইসতিসকার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনার করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।
নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ রফিকুল ইসলাম কবির।
আয়োজকরা জানান, কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। নামাজে সবাইকে অংশ নেয়ার জন্য আগে থেকেই ফেসবুক ও মাইকে প্রচার করা হয়েছিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।