বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৮জন গুরুতর আহত হয়েছে।এদের মধ্যে ০৩ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকী ০৫ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়,২৪শে এপ্রিল বুধবার সকাল সাড়ে ৮টার সময় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা গ্রামে মাঠের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে আপন চাচাত ভাইয়েদের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ধরে দখলে থাকা প্রথম পক্ষ- আলিমুদ্দিন (৪০),এলিজা (৩৫) পিতা-মৃত জমাত আলী সরদার, সালেহা (৩৫) স্বামী আলিমুদ্দিন,গ্রাম-কায়বা পশ্চিমকোটা, থানা- শার্শা, জেলা-যশোর গণ উক্ত জমিতে তাদের লাগানো ধান পূর্বে কেটে রাখা জমিতে বিছানো ধান বাধতে গেলে ২য় পক্ষ নাসির (৫০) পিতা-আবুল হোসেন, পারভীনা (৪০) স্বামী-নাসির,মৌসুমী (২২) পিতা-নাসির, (৪) মনিরুল (২৮) পিতা- মৃত জোহর আলী সরদার গ্রাম কায়বা, পশ্চিম কোটা, থানা-শার্শা,গ্রাম কানাইরালি,থানা- ঝিকরগাছা, জেলা-যশোর গণ প্রথম পক্ষকে ধান বাধতে নিষেধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে লাঠি সোটা এবং ধানকাটা কাচী নিয়ে মারামারির ঘটনা ঘটে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান,এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। ঘটনার পরবর্তীতে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।