মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা|| খুলনার পাইকগাছার দুই পশু খাদ্য বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ঘোষ পাড়ার মৎস্য ও পশু খাদ্য বিক্রয়ের দোকানে অনুমোদন বিহীন নিষিদ্ধ মৎস্য ও পশু খাদ্যে ব্যবহৃত এন্টিবায়োটিক গ্রোথ হরমোন স্টেরয়েড বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় দুটি দোকানে অভিযোগের সত্যতা পান। পরে লাইসেন্স বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও পশু খাদ্য আইন-২০১০ এর আওতায় বিক্রেতা নাম বিহীন দোকান শুভাশীষ দাশ(৩৩) ও মাতৃ ডেইরী প্রান্ত ঘোষ (২৫) কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময় উপজেলা প্রাণিসম্পদ সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,এস এম কামরুল আবেদীন পেশকার মোহাম্মদ ইব্রাহিমসহ সরকারি অনন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।