পরেশ দেবনাথ, কেশবপুর|| যশোরে সুশাসনের জন্য নাগরিক-এর খুলনা বিভাগীয় মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়। শনিবার (২৭ এপ্রিল) সকালে জয়তী সোসাইটি,মুজিব সড়ক,রেলগেট,যশোরে ওই মতবিনিময় ও পরিকল্পনা সভা হয়েছে।
‘সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ’ সুশাসনের জন্য নাগরিক যশোর জেলা কমিটির সভাপতি এ্যাডঃ সালেহা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কেন্দ্রীয় কমিটির সমন্নয়ী দিলীপ কুমার সরকার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার।
আলোচনা করেন,দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার স্বপ্না দেবনাথ,সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আব্দুল ওহাব,খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রমা রহমান,কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবু হেনা মুহাঃ গোলাম রসুল বাবলু,সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার,বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মোস্তাক মোরশেদ, কেশবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার মনছুর আজাদ,অর্থ সম্পাদক এস,এম রোকনুজ্জামান,নির্বাহী কমিটির সদস্য পরেশ চন্দ্র দেবনাথ,গাংনী উপজেলা পি,এফ,জি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেহাম্মদ মোজাম্মেল হক,অভয়নগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর লতিফ,গাজী আবুল হোসেন,সৈয়দ মোঃ জাকির হোসেন,যশোর বিকাশ চন্দ্র মণ্ডল,অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, নজরুল ইসলাম,বাঘারপাড়া উপজেলা বীর প্রতীক ইসাহাক কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ,কোটচাঁদপুর উপজেলা সভাপতি নজরুল ইসলাম,সাতক্ষীরা জজকোর্টের এ্যাডভোকেট এ,বি,এম,সেলিম,বাগেরহাট জেলা কমিটির সভাপতি এ্যাড.শরিফুল ইসলাম ঠাণ্ডু,খুলনা জেলার এ্যাড.কুদরাত-ই-খুুদা প্রমূখ। শোক প্রস্তাব পাঠ করেন, যশোরের খোরশেদ আলম এবং সকলে তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। ২০২৩ সালে বাস্তবায়িত কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন, মোঃ হফিজুর রহমান। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ১৬৭ জন সুজন সদস্য রেজিষ্ট্রেশন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।