এম.কে.জামান সুমন,ঢাকা|| “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উপলক্ষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর কারিগরি শিক্ষা দর্শন” শীর্ষক সেমিনার আজ বিকাল ৩.০০ টায় অনুষ্ঠিত হয়।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর লাইব্রেরী মিলনায়তনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ আজিজ তাহের খান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর চিফ ইন্সট্রক্টর জাহেদ আহেমেদ চৌধুরী,
প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী ম্যানেজিং ডিরেক্টর,মাল্টিপ্ল্যান মাল্টিমিডিয়া লিঃ,প্রকৌশলী আক্কাস আলী,অধ্যক্ষ,টিটিসি।
সেমিনারে সরকারের বিভিন্ন অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের কর্নধার,কর্মকর্তা, পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক,কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।