নড়াইল প্রতিনিধি|| নড়াইলের লোহাগড়ায় বাল্যবিবাহের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে চারজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সূত্রে জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার রামেশ্বরপুর এলাকায় দশম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান একদল পুলিশ নিয়ে ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কণে(মেয়ে) বাড়িতে প্রবেশের আগেই বর-কণে তাদের পিতা-মাতাসহ অন্যত্র পালিয়ে যান। বাল্য বিবাহে সহযোগিতা করায় ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ওই এলাকার মোঃ মিজানুর রহমান কে ১০ হাজার টাকা, আলফাডাঙ্গা এলাকার মোঃ মিজান, মঞ্জুবুর রহমান ও মঙ্গলহাটা এলাকার শামীম কে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। পরে আটককৃতরা মুচলেকা দিয়ে মুক্ত হন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।