জহিরুল ইসলাম রাতুল|| খুলনায় যথাযোগ্য মর্যাদার পালিত হল মহান মে দিবস। শ্রমিক মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদকের সামনে রেখে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসন খুলনার যৌথ আয়োজনে মহান মে দিবস পালিত হয়। সকালে নগরীর খুলনা রেলস্টেশন থেকে একটি রেলি বের করা হয় রেলিটি খুলনা রেলস্টেশন চত্বর থেকে বের হয়ে খুলনা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে যে শেষ হয়।র্যালিটি উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।উক্ত র্যালিতে খুলনার সর্বস্তরের সকল শ্রমিক পেশাজীবী উপস্থিত ছিলেন।রেলিটি খুলনা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ চত্বরে গিয়ে শেষ হয় এবং শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপাল্টন পুলিশের কমিশনার মোঃ মোজাম্মেল হক বিপিএম বার পিপিএম,খুলনা রেলগেট ডিআইজি মইনুল হক বিপিএম বার পিপিএম,খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, এবং খুলনা পুলিশ সুপার মোঃসাইদুর রহমান পিপিএম বার।আমন্ত্রিত অতিথিদের মধ্যে মালিক পক্ষের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ জোট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোঃফারহাদ আহমেদ আকন্দ এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপার্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল বাকী। অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক বিএম জাফর এবং জাতীয় শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার ঘোষ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান। আলোচনায় আগত অতিথিবৃন্দ খুলনা সহ সমগ্র দেশের সকল পেশাজীবী শ্রমিক কর্মচারীদের কে সঠিকভাবে তাদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য মালিকপক্ষকে অনুরোধ জানান এবং একই সাথে আগত অতিথিবৃন্দ মে দিবসের তাৎপর্য তুলে ধরেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।