এম.কে.জামান সুমন|| গত সপ্তাহ দুই রাজধানী সহ সারা দেশে স্মরণকালের ভয়াবহ তাপদাহ বিরাজমান ছিল। দেশের বিভিন্ন স্থানে ৩৬ থেকে প্রায় ৪৫ ডিগ্রী তাপমাত্রা ছিল। তীব্র তাপদাহে সব যেন পুড়ে ছাই হবার দশা। বৃদ্ধ থেকে শিশু এক কথায় আবাল বৃদ্ধ বনিতা যেন বাগে মহিষে এক ঘাটে জল খাবার উপক্রম।
তীব্র গরমে হিট স্ট্রোক, হাম,ঘামাচি সহ বিভিন্ন চর্মরোগের প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতাল গুলোতে শিশু রোগীর চিকিৎসা দিতে ডাক্তারদের বেশ হিমশিম খেতে হচ্ছে। এ বৃষ্টি যেন আমাবস্যায় পূর্ণিমার ছোয়া। একপশলা বৃষ্টি যেন বিধাতার অপার দান। বৃষ্টি বড়জোর ৪/৫ মিনিট স্থায়ী হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন জায়গায় গতকাল থেকে বেশ কিছু দিন হালকা থেকে মাঝারি, কোন কোন স্থানে দমকা সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।