মোঃরফিকুল ইসলাম বেনাপোল|| বেনাপোলে পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। অপুর একজন আহত হয়েছে।পহেলা মে বুধবার সকালে বেনাপোল যশোর মহাসড়কের সানরাইজ স্কুল ও রজনীগন্ধা ক্লিনিক এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের আবুল ঢালীর ছেলে মোস্তফা ও আহত ব্যক্তি হলেন একই গ্রামের রেজাউল মুন্সীর ছেলে আনিসুর রহমান।
স্থানীয়রা জানান বেনাপোল অভিমূখে ঢাকা থেকে ছেড়ে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহন ঢাকা মেট্রো ব ১২ ১৭ ৬৮ নাম্বারের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রজনী ক্লিনিকের সামনে সাইকেল আরোহী মোস্তফাকে চাপা দেয় এবং অপরজন আনিসুর আহত হয়।
ঘটনাস্থলেই সাইকেল চালক মোস্তফার মৃত্যু হয় অপরজন আহত আনিসুর কে স্থানীয়রা ও বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারনে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে আটক করতে পারলেও বাসের ড্রাইভার ও হেলপার স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।