মো রফিকুল ইসলাম বেনাপোল|| তীব্র গরমে ঠান্ডা শরবত বিতরণ করতে গিয়ে নজরুল ইসলাম (৫০) নামে জামায়াত ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ মে) বেলা ১১ টার দিকে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার চারতলা জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নজরুল ইসলাম বাগআঁচড়া মোল্লা পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ও ১নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি।
জানা গেছে,গত কয়েক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে সারাদেশের মতো যশোরের শার্শা-বেনাপোলেও বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর এই দাবদাহে জনজীবনে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পথচারিসহ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি, শরবত বিতরণ করছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগআঁচড়া শাখার কয়েকজন নেতা-কর্মী।
এ সময় পুলিশ এসে জামায়াত নেতা নজরুলকে গ্রেপ্তার করে শার্শা থানায় নিয়ে যায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওঃ আজীজুর রহমান জানান,কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শার্শার বাগআঁচড়ায় তীব্র গরমে পথচারিসহ শ্রমজীবি মানুষের মাঝে শরবত ও ঠান্ডা পানি বিতরন করছিলো।
এসময় পুলিশ এসে শরবত ও ঠান্ডা পানি বিতরন বন্ধ করে দেয়।পরে নজরুল ইসলামকে গায়েবী মামলায় আটক করে নিয়ে যায়। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান তিনি।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াত নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। আজ খবর পেয়ে শরবত বিতরণ করার সময় আটক করে যশোর আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।