নড়াইল প্রতিনিধি || নিরাপদ সড়কের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৪মে) সকাল ১১টায় লক্ষ্মীপাশার স্থানীয় যুব সমাজের আয়োজনে ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
লক্ষ্মীপাশা যুব সমাজের সমন্বয়ক সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন টিপু সুলতান, প্রকৌশলী তাইবুল হাসান, সৈয়দ পিকুল, ইকবাল হোসেন, মিজানুর রহমান সবুজ, মুস্তাহিদুর রহমান আমিন, শিমুল হাসান, শরিফুজ্জামান সহ প্রমুখ।
মানববন্ধন শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষন করে লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনের বটতলা এসে শেষ হয়। এসময় গাড়ির চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
স্থানীয় যুবক বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আনিসুর রহমান সনির সৌজন্যে তীব্র তাপদাহে তৃষ্ণার্থ মানুষের মাঝে শরবত পরিবেশন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।