মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল || আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের ‘দোয়াত কলম’ প্রতীকের পক্ষে নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে চালিতাবাড়ীয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শার্শা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা সেলিম রেজাসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।