রায়হান শরীফ,ঢাকা || সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদের কর্মরত ৪৭ হাজার গ্রাম পুলিশ বাহিনীদের সদস্যদের দাবি :
১. অন্যান্য বাহিনী সদস্যদের নামে জাতীয়করণ করা
২. গ্রাম পুলিশ সদস্যদের সার্বজনীন পেনশন এর আওতাভুক্ত না করা সহ দুই দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি
লাগাতার অবস্থান কর্মসূচিতে মোঃ লাল মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামশেদ আলী ও প্রচার সম্পাদক মিল্টন সরকার বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া পে-স্কেল প্রজ্ঞাপনপত্র ০১/০১/১৯৭৬ ইংরেজি তারিখে জারিকৃত পরিপত্র স্বাধীনতার ৫৩ বছরেও বাস্তবায়ন হয়নি। তাছাড়া ২০০৯ সালে সরকার জাতীয়করণ করে ২০১১ সালে গেজেট প্রকাশের পরও গ্রাম পুলিশের সদস্যদের ৬৫০০ টাকা করে বেতন দেয়া হচ্ছে মাত্র। এ বেতন দিয়ে সদস্যরা বর্তমান সময়ে খুব মানবতার জীবন যাপন করছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন স্কিম ঘোষণা করার পর থেকে দেশের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন গ্রাম পুলিশ সদস্যদের বেতন বন্ধ করে রেখে চাকরি থেকে বরখাস্ত করার ভয়-ভীতি দেখিয়ে পুলিশ সদস্যদের পেনশন স্কিম করতে বাধ্য করছেন। এমতাবস্থায় গ্রাম পুলিশ সদস্যদের সার্বজনীন পে স্কেল না করানোর জন্য এবং বঙ্গবন্ধু ঘোষিত পুলিশ সদস্যদের পে স্কেলের প্রজ্ঞাপন পত্রের বাস্তবায়ন ও বাংলাদেশ সরকারের জাতীয়করণের গেজেট বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। নেতারা আরও বলেন যতদিন না পর্যন্ত তাদের দাবী মেনে নেয়া হচ্ছে ততদিন তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।