সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় ৫টি ট্রাক ও দুটি ইঞ্জিনভ্যান ভর্তি ক্ষতিকর জেলি পুশকৃত ৪০৯ কেজি বাগদা চিংড়ী ও রাসায়নিক মিশ্রিত ৭২০ কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১১ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসিত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসিত কুমার সরকার জানান,জাতীয় গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে আশাশুনি মৎস্যকাটি থেকে আসা ৫টি ট্রাক ও ২টি ইঞ্জিন ভ্যান শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে জব্দ করা হয়। এরপর জব্দকৃত ট্রাক গুলো থেকে পরীক্ষা নীরিক্ষা করে ১৭ ক্যারেট জেলি মিশ্রিত বাগদা চিংড়ী এবং ৩১ ক্যারেট রাসায়নিক দ্রব্য মিশ্রিত আম জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ীর ওজন ৪০৯ কেজি এবং আমের ওজন ৭২০ কেজি।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চিংড়ি ব্যবসায়ী মিলন মাহমুদের কাছ থেকে ৬৫ হাজার টাকা, জাহিদ হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা এবং আম ব্যবসায়ী শাহিন সরদারের কাছ থেকে ৩০ হাজার টাকাসহ তিন জনের কাছ থেকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা শেষে জবদকৃত আমগুলো ট্রাকের চাকায় পিষে এবং চিংড়ীগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা উক্ত মাছ ও আম গুলো জব্দ করা হয়। এসময় দুই মাছ ব্যবসায়ী ও এক আম ব্যবসীর কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলেন,আশাশুনি উপজেলার বুরাখাড়াটি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল লতিফের ছেলে মিলন মাহমুদ,একই উপজেলার দরগাহপুর গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে জাহিদ হোসেন ও সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার ফজলু সরদারের ছেলে আম ব্যবসায়ী শাহিন সরদার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।