পরেশ দেবনাথ,কেশবপুর || কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)। রোববার (১১মে-২৪) দুপুরে আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স-এর পক্ষ তেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন বিভাগ,চিকিৎসকদের কক্ষ,স্টোর রুম,রান্নাঘর ও হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ড ঘুরে ফিরে দেখেন। ওই সময় হাসপাতালে ভর্তি রোগীদের সঠিক চিকিৎসা,ঔষধ পাচ্ছেন কিনা এবং খাবারের মান ভালো কিনা সে বিষয়ে তিনি খোঁজ-খবর নেন।
পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসকক্ষে হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মচারীদের সাথে এমপি আজিজুল ইসলাম মতবিনিময় সভা করেন। সভায় কর্মরত চিকিৎসকরা হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেইসব সমস্যা নিরসনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার পরিছন্নতা, ডাক্তার ও নার্সদের আরো বেশি দায়িত্বশীল হয়ে রোগীদের সেবা প্রদানের আহবান জানান। তারই পাশাপাশি হাসপাতাল আধুনিকায়ন ও চিকিৎসার মানোন্নয়নে অভিজ্ঞ ডাক্তার,নার্সসহ জনবল বৃদ্ধি এবং অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃমোঃআলমগীর,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলরর জি এম কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান,উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ হাসপাতালের সকল ডাক্তার,নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।