মোঃইমরান হোসেন বটিয়াঘাটা || দেশের দক্ষিণাঞ্চল সুন্দরবন সীমান্ত উপজেলা,বটিয়াঘাটা উপজেলায় সরকারিভাবে ধান,চাল,সংগ্রহ ২০২৪ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১০ টায় কর্মসূচির উপজেলা খাদ্য পরিদর্শক সাবরিনা ইয়াসমিন এর সভাপতিত্বে উদ্বোধন করেন- বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক মাহাবুব আল সোহাগ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি কবির আহাম্মেদ খান যুবউন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল বিশ্বাস, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিল মালিক যথাক্রমে সতেন্দ্রনাথ সরকার, বটিয়াঘাটা মিল মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খান, আবেদ রহমান ও শ্রমিক সরদার হাফেজ মুন্সি, ইউনুস হাওলাদার প্রমূখ। এবার বটিয়াঘাটা এলএসডিতে ধান ৩২টাকা কেজি দরে ৬৮৪ মেঃ টন, সিদ্ধ চাল ৪৫ টাকা কেজি দরে ১৫১২ মেঃ টন, আতপ চাল ৪৪টাকা দরে ২৭৬ মেঃ টন কৃষক অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে বলে জানাযায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।