পরেশ দেবনাথ,কেশবপুর || কেশবপুরের মঙ্গলকোট ফ্রেন্ডসক্লাবে দীর্ঘদিন পর চলছে সংস্কারেরর কাজ। ইতিমধ্যে টিআর প্রকল্পের ৫২ হাজার টাকা পেয়ে দ্রুতগতিতে উন্নয়নের কাজ চলছে। মঙ্গলবার (১৪ মে) টিআর প্রকল্পের চেয়ারম্যান এবং ফ্রেন্ডসক্লাবের দায়িত্বপ্রাপ্ত সভাপতি আব্দুল গফুর গফ্ফার জানান, বহুদিন সংস্কার করতে না পারায় বিভিন্ন অসুবিধা ভোগ করতে হতো। টিআর প্রকল্পের ৫২ হাজার টাকা পেয়ে ঘরের মেঝ, দেয়ালে খসে পড়া পলেস্তরা মেরামত,দোতলায় টিন দিয়ে ছাওনির ব্যবস্থা করবো।
ফ্রেন্ডসক্লাবের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরও বলেন, তৎকালীন যুবলীগ নেতা প্রয়াত সাখাওয়াৎ হোসেন মোড়লের নেতৃত্বে এলাকার উদ্যোমী যুবকদের নিয়ে ১৯৮৮ ইং সালে মঙ্গলকোট বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার রোডের দক্ষিণ পার্শ্বে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল। বর্তমান এই ক্লাবের কোন স্থায়ী কমিটি না থাকায় সংস্কারের পর একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দেওয়ার লক্ষে কাজ করে যাব।
বিগত ১০/১২ বছর হলো ফ্রেন্ডসক্লাবের ছাদ দেওয়া হয়েছিল। ছাদ দিয়ে পানি পড়ায় ছাদের উপরে টিনের ছাউনি দিয়ে ঘর নির্মান করার পরিকল্পনা নিয়েছেন বলে জানান তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।