পরেশ দেবনাথ,কেশবপুর || কেশবপুরে সততা স্টোরের অনুকূলে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে। ২০টি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত সততা স্টোরে ওই অর্থ প্রদান করা হয়। সোমবার (১৩ মে-২৪) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে যশোর দুর্নীতি দমন কমিশন ও কেশবপুর উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ওই অর্থ প্রদান অনুষ্ঠানের আয়াজন করে।
কেশবপুর উপজলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি রেজাউল করিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দুর্নীতি দমন কমিশনের যশোরের উপপরিচালক আল আমীন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, যশোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ,স্থানীয় বেসরকারি সংস্থার পরিচালক মোঃ রেজাউল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি সামছুন নাহার ও সুপ্রভাত বসু, সদস্য সৈয়দ আকমল আলী ও মাসুদা বেগম বিউটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১০ হাজার টাকা করে দুই লাখ টাকা প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।