সাগর কুমার বাড়ই,তেরখাদা || সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৪ ই মে ~ ২০২৪ ইংরেজি মঙ্গলবার খুলনার তেরখাদা উপজেলায় আনুমানিক ৩০০ বছর পূর্বের জাগ্রত তীর্থ ভূমি ছাগলাদহ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলা মন্দির কমপ্লেক্সে ৫৮ তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরেও বৈশাখ মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় এ মহোৎসব অনুষ্ঠিত হয়।
১৩ ই মে সোমবার সন্ধ্যা থেকে আরম্ভ হয়ে রাত ব্যপী মহোৎসবের অধিবাস কীর্তনের মধ্য দিয়ে ১৪ ই মে মঙ্গলবার দিবাগত রাত ১০ ঘটিকা পর্যন্ত মহোৎসব অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট প্রজেশ রায়ের সঞ্চালনায় বুড়োমায়ের গাছতলায় মায়ের হাজার হাজার ভক্তে বৃন্দের সমাগম ঘটে।ছাগলাদহ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় ভক্তের সমাগমে তিল ধারণের ঠাঁই ছিলনা। বুড়োমায়ের গাছতলায় দলে দলে যোগ দিয়েছে মতুয়া দলের হাজার হাজার ভক্তবৃন্দ।
তেরখাদা থানা কমপ্লেক্সের সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ছাগলাদহ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় মহোৎসব ও মহামেলা শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।
এ দিকে খুলনা মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি শফিকুল রহমান পলাশ মায়ের ভক্ত বৃন্দদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করেন যথাক্রমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু , আওয়ামী লীগের নেতা বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আলহাজ্ব আবুল হাসান মুসল্লী।
অপর দিকে আরো উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান যথাক্রমে আওয়ামী লীগের নেতা তবিবুর রহমান, সাংবাদিক শারাফাত হোসেন মুক্ববু ছকাতী , আনিচুল হক আনিচ,সংরক্ষিত মহিলা আসনের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা সুমি,পাখি রানী বিশ্বাস,মলিনা খাতুন,শামীমা আক্তার বিথী সহ তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ২১ মে ~২০২৪ ইংরেজি মঙ্গলবার আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলা মন্দির কমপ্লেক্সে ৫৮ তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে রাজনৈতিক দলের মধ্যে সংঘাত এড়াতে কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়।
মহোৎসব অনুষ্ঠানে বিভিন্ন পোশাকে RAB পুলিশ কর্মকর্তা বৃন্দ সহ গোয়েন্দা সংস্থা সদস্য অক্লান্ত পরিশ্রম করেন।
ছাগলাদহ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় মহোৎসব উপলক্ষ্যে বিভিন্ন দোকানে মহোৎসব কমিটির সদস্য চাঁদা আদায় করেন বুড়োমায়ের ধন ভান্ডার বৃদ্ধির জন্য।
তাছাড়া স্থানীয় লোকজন দফায় দফায় চাঁদা আদায়ের ঘটনা লক্ষ্য করা গেছে ।
ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে হিন্দু – মুসলিম একত্রে মিলিত হয়ে মহোৎসব অনুষ্ঠান টি করে থাকে।
সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও উৎসাহ উদ্দিপনায়
হাজার হাজার ভক্তের সমাগমে শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় অধিবাস কীর্তন,বুড়োমায়ের পূজা, মহোৎসব ও মহামেলার আয়োজন করা হয়।
দুর দুরন্ত থেকে হাজার হাজার ভক্ত বৃন্দ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় বুড়োমায়ের পূজায় সমবেত হয় ।
তাছাড়া প্রতি শনিবার ও প্রতি মঙ্গলবার শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় ভক্ত বৃন্দ এসে পূজা অর্চনায় অংশ গ্রহণ করে থাকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।