পরেশ দেবনাথ,কেশবপুর || কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এন্তাজ আলী গাজী (৮২) ইন্তেকাল করেছেন।মঙ্গলবার রাত সাড়ে দশটায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)।বুধবার (১৫ মে-২৪) পাঁজিয়া দারুল উলুম (নুড়িতলা) কওমী মাদ্রাসার মাঠে বাদ জোহর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিন দুই ছেলে,দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানাযা শেষে তাকে নেপাকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এন্তাজ আলী গাজী কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও এরশাদ সরকারের আমলে একবার এবং তার আগে একবার দু’বারের সফল চেয়ারম্যান ছিলেন। তিনি পাঁজিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তার মৃত্যুর খবরে ছুটে যান বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ,কেশবপুর পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী, চেয়ারম্যান আলাউদ্দিন আলা,পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন জানান, প্রতিষ্ঠাতা সভাপতি এন্তাজ আলী গাজীর মৃত্যুতে বুধবার কলেজ অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়। তাৎক্ষণিক ভাবে অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা করে শোক প্রস্তাব গৃহীত হয়। শিক্ষক/কর্মচারীরা মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আগামী রোববার (১৯ মে) মরহুমের স্মরণে “স্মরণ সভা” অনুষ্ঠিত হবে। সবশেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন, কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক মোঃমিজানুর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।