রায়হান শরীফ সাব্বির,ঢাকা || ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ শুক্রবার (১৭ মে)। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘন্টার বহু নির্বাচনী প্রশ্নে পরীক্ষা শুরু হয়। এ বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়ছেন চারজন ভর্তিচ্ছু।
পরীক্ষার নির্ধারিত সময় থাকবে এক ঘণ্টা। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান জানান, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম। এবার ৮ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৮৫০ জন ভর্তিচ্ছু।
এর আগে,ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
নির্দেশনাগুলো ছিলো-
১. পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নির্ধারিত প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে।
২. পরীক্ষার্থীদের পরীক্ষার এক ঘণ্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
৩. প্রশ্ন ও উত্তরপত্রে লেখার জন্য কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
৪. কোনো ধরনের ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা যাবে না।
৫. এছাড়াও ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
৬. পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর দুই কান দৃশ্যমান হতে হবে।
৭. কোভিড-১৯ সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
এর আগে, সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মাথায় দুই ইউনিটের ফলাফল মঙ্গলবার (১৪ মে) ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য সরকারি তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ,ঢাকা কলেজ,বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারী কলেজ, সোহরাওযার্দী সরকারী কলেজ ও সরকারী বাংলা কলেজ নিয়ে গত ২০১৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজের ভর্তি পরীক্ষা হয়ে আসছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।