খুলনার খবর || সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৮ মে) ভোর আনুমানিক ৬টার দিকে তালার হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন,কয়রা উপজেলার মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ও বগা গ্রামের তালেব গাজির ছেলে সাইদুল গাজি (৩৫)।
পুলিশ ও দুর্ঘটনাগ্রস্থ ট্রাকে থাকা শ্রমিকেরা জানায়, কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে মজুরি হিসেবে ধান কাটতে গিয়েছিলো।সেখান থেকে ২০/৩০ মণ ধান পাই। ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলাম। আজ সকালে হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় এলে ট্রাকটি সড়ক থেকে উল্টে খাদে পড়ে। এতে সাইদুল ও মনিরুল নিহত হন।মুলত দুর্ঘটনার কারন হলো সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখা। আর এই কারণে দুর্ঘটনা ঘটেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।