মোঃইমরান হোসেন,বটিয়াঘাটা || খুলনা বাগমারা এলাকার খান জাহানআলী স্কুলের নবম শ্রেণীর ছাত্র মোঃ মাহিন (১৭) নামে এক কিশোর পানিতে ডুবে মারা যায়।জানা যায়,খুলনা বাগমারা এলাকার মোঃ ফজলুল হক এর ছেলে ১৮/০৫/২৪ইং তারিখ সকালে স্কুলে যায় সেখান থেকে আনুমানিক বেলা ১২ টার পরে বন্ধুদের সাথে খুলনা বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা দশগেটে গোসল করতে আসে।তখন মহিন দশগেটের রেলিংয়ে বসে থাকা অবস্থায় পা পিছলে স্রোতের মধ্যে পড়ে যায়। মহিন সাঁতার জানতো না।সাথে থাকা বন্ধুরা সাথে সাথে তোলার চেষ্টা করে, মহিন বন্ধুদের ঘারের উপর ভর দিয়ে ওঠার চেষ্টা করে কিন্তু মহিনের শারিরীক একটু ভারী হওয়ায় বন্ধুরাও ডুবে যায় পরে সে পিলার ধরার চেষ্টা করে কিন্তু সেখানেও হাত পিচলে স্রোতে নিয়ে যায়।বন্ধুরা ও স্থানীয় এলাকা বাসি খোজা খুজি করে না পেয়ে ৯৯৯ নাম্বারে কল দিলে বটিয়াঘাটা ফায়ার স্টেশনের সরদার আঃহান্নানের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। স্থানীয় জেলাদের সহায়ত মাছধরা জাল দিয়ে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শোভন মল্লিক রাহুল তাকে মৃত্যু ঘোষণা করে।রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।